নিজস্ব প্রতিবেদক

শিউলি বেগম নামে এক আওয়ামী লীগ নেত্রীকে নাটোরের বড়াইগ্রামে থানা ভবনের ফটকে ধারণ করা নাচের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার বিকেলে ভাইরাল হওয়া ১৭ সেকেন্ডের এই ভিডিওটিতে শিউলি বেগমকে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে…’ গানের তালে তালে নাচতে দেখা যায়।
শিউলি বেগম নাটোর জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশিদের স্ত্রী, তবে বর্তমানে বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর মহল্লায় বাস করেন।
বড়াইগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা যায়, শিউলি বেগমকে গতকাল সোমবার বিকেলে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাঁকে বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরণ ঘটানোর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে তাঁকে বড়াইগ্রাম আমলি আদালতে আনা হয়, তবে বেলা তিনটা পর্যন্ত তাঁকে বিচারকের সামনে হাজির করা হয়নি। তাঁর পক্ষে কোনো আইনজীবী আদালতে জামিনের আবেদনও করেননি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। আমরা লোকজনের মারফত ভিডিওটির খবর পেয়েছি। তাঁকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
