নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেওয়ায় শিক্ষক মো: আলমগীর হোসেন নামে এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত করেছে জামায়ত-বিএনপির সন্ত্রাসীরা ।
খোঁজ নিয়ে জানা যায়, কচুয়া চাঁদপুর নন্দন পুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহজ সরল স্কুল শিক্ষক আলমগীর হোসেন ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিদ্যালয় কতৃক আয়োজিত অনুষ্ঠানে দেশ প্রেমের পবিত্র অনুভূতি থেকে জাতীয় জীবনের অমোঘবাণী ”জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেন।
এই স্লোগান দেয়ায় স্কুল শিক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করেছে জঙ্গি ইউনুস সরকার।
বর্তমানে মোঃ আলমগীর হোসেনকে ক্লাস নিতে দেওয়া হচ্ছেনা এবং শিক্ষা প্রতিষ্ঠানও খুলতে দিচ্ছে না।
