নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এমপি আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের যুক্তরাষ্ট্রের কুইন সিটিতে বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বাজার মূল্য ৩২ কোটি টাকা। দুদক সূত্র বলছে, দেশ থেকে টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে এসব সম্পদ করেছেন সোবহান। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব জানান। তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবদুস সোবহানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

 
                         
         
         
         
        