অবৈধ স্বৈরাচার ইউনূস সরকারের ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে শম্ভুগঞ্জের রাজপথে বিক্ষোভ করেন ময়মনসিংহ সদর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। “জয় বাংলা” ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো এলাকা।
শম্ভুগঞ্জ, ময়মনসিংহ | ২০ এপ্রিল ২০২৫:
অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকারের দায়ের করা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার বিরুদ্ধে রাজপথে নেমেছে ময়মনসিংহ সদর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
🔥 প্রতিবাদের পটভূমি:
সম্প্রতি তথাকথিত ‘আন্তঃকালীন ট্রাইব্যুনাল’ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক বানোয়াট মামলা গ্রহণ করছে। এই প্রক্রিয়াকে নেতাকর্মীরা “বিচারের নামে প্রহসন” বলে আখ্যায়িত করছেন।
“এটা বিচার নয়, এটা হচ্ছে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র,”—মিছিলে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
📢 রাজপথে প্রতিবাদ:
আজ বিকেলে শম্ভুগঞ্জ বাজার থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
“জয় বাংলা”, “মিথ্যা মামলা মানি না”, “স্বৈরাচার নিপাত যাক”— এসব স্লোগানে মুখরিত ছিল চারপাশ।
🚩 নেতাকর্মীদের বক্তব্য:
ছাত্রলীগের এক নেতা বলেন,
“আদালতের নামে প্রহসন করে আন্দোলন দমানো যাবে না। রাজপথেই এর জবাব দিচ্ছি, দেবো।”
