Ledger of Murder: The Blood-Soaked Record of Yunus’s Politics
বাংলাদেশ পলিটিক্স – ২৭ এপ্রিল, ২০২৫
সূত্রঃ https://www.untoldbd.com/427/
বাংলাদেশ আজ যেন একটি বিশাল গণকবর। গড়ে প্রতিদিন ১০ জনেরও বেশি মানুষ খুন হচ্ছে। শুধু মার্চ মাসেই হত্যার সংখ্যা ৩১৬টি। শত শত অজ্ঞাত পরিচয়ের লাশ পড়ে আছে রাস্তায়, ড্রেনে, পরিত্যক্ত ঘরে। আর এই রক্তাক্ত দৃশ্যপটের ওপর ঠান্ডা, নির্বিকার নেতৃত্বে বসে আছে এক বিকৃত, লোভী ও নির্লজ্জ প্রতারক—মুহাম্মদ ইউনুস।
বাংলার মানুষের ঘাম, রক্ত ও লাশ পায়ের নিচে পিষে এখন ইউনুস ‘অন্তর্বর্তীকালীন সরকার’ নামের এক প্রহসনের নায়ক হতে চাইছে। বাস্তবে, এই হত্যার রাজনীতির প্রধান রূপকার, সহিংসতার মূল মাস্টারমাইন্ড এবং দখল ও দস্যুতার জীবন্ত প্রতীক—সে নিজেই। ইউনুস এবং তার ভাড়াটে বাহিনী এ দেশটাকে টুকরো টুকরো করে নিজেদের সেবাদাসে রূপান্তরিত করতে চায়। তাদের পেছনে পড়ে থাকে পচা রক্তের গন্ধ, আর্তনাদের শব্দ, এবং এক খোলামেলা দখলদার শাসনের পথরেখা।
ঢাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ তুচ্ছ ঘটনায় খুন হলো। চট্টগ্রামে ছিনতাই ঠেকাতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। খুলনায় আধিপত্যের লড়াইয়ে রক্তাক্ত হয়ে ছিন্নভিন্ন হলো একটি পরিবার। এই প্রতিটি ট্রাজেডির মাটির নিচে ইউনুসের বপন করা বিষবীজ। এইসব হত্যাকাণ্ডের সিঁড়ি বেয়ে ক্ষমতার চূড়ায় উঠতে চায় সে।
কিন্তু আমরা ভুলিনি:
এই দেশ ইউনুসের বাপ-দাদার সম্পত্তি নয়।
ইউনুস সেই ভণ্ড, যে শান্তির মুখোশ পরে পেছন থেকে ছুরি মারে। সে সেই সুযোগসন্ধানী, যে বিদেশি প্রভুদের পদলেহন করে নিজের দেশকে আগুনে পুড়িয়ে দেয়, ফ্রেমে ফ্রেমে ছবি তুলে অভিনয় করে। তার স্বপ্ন? ক্ষমতা।
তার পথ? লাশের স্তুপ।
তার ভাষা? ষড়যন্ত্র।
যদি এখনো কেউ মনে করে ইউনুস “নিরপেক্ষ”, তাহলে দেশের প্রতিটি থানায় গিয়ে দেখুক—মাত্র দুই মাসে কতজন মানুষ খুন হয়েছে।
এই রক্তমাখা ভূমি আজ চিৎকার করে বলছে:
এই হত্যার মাস্টারমাইন্ড, এই পরিকল্পিত নৈরাজ্যের জনক, এই লাগামহীন অরাজকতার ইঞ্জিনিয়ার—মুহাম্মদ ইউনুস।
সে শুধু রাজনৈতিক ক্ষমতাই চায় না, সে রাষ্ট্রের শরীরকেও ছিন্নভিন্ন করতে চায়। আজ সে মিডিয়া কেনে, কাল সে বিচার বিভাগ দখল করবে, আর পরশু সে সেনানিবাসের দিকে মিছিল করবে। তার থামার কোনো ইচ্ছা নেই—কারণ সে জানে, থামা মানে মুখোশ খুলে যাওয়া।
শুধু একটাই প্রশ্ন বাকি:
আর কত লাশ পড়লে এ জাতি জাগবে?
কবে আমরা এই রক্তপিপাসু জানোয়ারের মুখোশ ছিঁড়ে ফেলবো?
