 
                  —–জি. ইসলাম——–
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫
একটি অবৈধ সরকারের কোনও সিদ্ধান্ত, কোনও কাজ, কোনও নির্দেশ রাষ্ট্রীয় বৈধতা পেতে পারে না। ইতিহাস সাক্ষী, অবৈধ ক্ষমতার জোরে টিকে থাকা শাসকগোষ্ঠী চিরকাল টিকেনি, তাদের কর্মকাণ্ড একদিন অপরাধ হিসেবে গণ্য হয়েছে, আর তারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে।
আজ যারা রাতের আঁধারে গদি দখল করে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যা খুশি তাই করছে তারা যেন ভুলে না যায়, সময় চিরকাল এক রকম থাকে না। আজকে আপনি আইন তৈরি করছেন নিজের সুবিধার জন্য, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করছেন, মানুষকে দমন করছেন, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছেন এগুলো সবই ইতিহাসে অপরাধ হিসেবে লেখা থাকবে।
একদিন এই অবৈধতার হিসাব দিতে হবে। জনগণ যখন জেগে উঠবে, তখন কোনও কূটনীতি, কোনও বাহিনী, কোনও বিদেশি দালালও আপনাকে রক্ষা করতে পারবে না।
ভয় পাবেন সেই দিনের, যেদিন ইতিহাসের আদালতে দাঁড়িয়ে আপনাকে জবাব দিতে হবে, কেন আপনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কেন আপনি রাষ্ট্রকে ব্যক্তিগত লালসার হাতিয়ার বানিয়েছেন।
অবৈধতার শক্তি সাময়িক, কিন্তু জনগণের রায় চিরন্তন।

 
                         
         
         
        