দেশটার ভৌগলিক আকৃতি ছোট করার গভীর ষড়যন্ত্র চলছে ! আর এই ষড়যন্ত্রের মোক্ষম হাতিয়ার হয়ে উঠেছে এই এনজিও-সেবাদাস সরকার!
—–জি. ইসলাম——–
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫
যে সরকার জনগণের মুখ বন্ধ করে দেয়, গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে, সাংবাদিকদের ভয় দেখায়, তথ্য নিয়ন্ত্রণ করে কেবল বিদেশি প্রভুদের মন রক্ষায় ব্যস্ত থাকে
তারা আসলে জনগণের নয়, পরাধীনতার পক্ষের
- এরা চায় না মানুষ জানুক
- এরা চায় না কেউ প্রশ্ন করুক
- এরা চায় না কেউ প্রতিবাদ করুক
তাদের স্বপ্ন একটা নীরব, নির্বোধ, গৃহপালিত জাতি
যাদের কোনো অধিকার থাকবে না*শুধু মাথা নিচু করে চলতে হবে
দেশের প্রতিটি ইঞ্চি জমি যেখানে রক্ত দিয়ে কেনা
সেখানে আজ সেই দেশটাই বিক্রি করে দিচ্ছে কিছু নির্লজ্জ দালাল আর বিদেশি গোলাম!
এই হীনচেতা সরকার ও তাদের দালালচক্রকে এখনই রুখে দাঁড়াতে হবে।
না হলে অচিরেই আমরা হারাবো ভূখণ্ড, ইতিহাস, ও স্বাধীনতা
আর তখন আফসোস করে কোনো লাভ হবে না!
আর নয় নীরবতা আর নয় সহ্য জেগে উঠো বাংলাদেশ!
চিহ্নিত করো দালালদের রক্ষা করো মাতৃভূমি
