 
                  ——জি. ইসলাম ——–
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫
 গত কয়েক মাসে আমরা যা দেখেছি, তা যেন একটি দুঃস্বপ্ন।
একটি মহল, কিছু ব্যক্তি যারা নিজেদের ক্ষমতার চূড়ায় ভাবেন, তারা এমনভাবে হুমকি ধামকি দিয়েছেন, অসম্মান করেছেন, আর মিথ্যাচার ছড়িয়েছেন, যা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি।
আমরা দেখেছি,,,,,,,,,,,
গায়ের জোরে জমি দখল,
ভয় দেখিয়ে মুখ বন্ধ করানো,
সত্য বললেই কণ্ঠরোধ,
মতপ্রকাশ মানেই শত্রু হিসেবে চিহ্নিত হওয়া।
অপরাধ করেও বুক চিতিয়ে মিথ্যা প্রচার!
একশ্রেণির মানুষ নিজেদের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড ঢাকতে গিয়ে পুরো জাতির মর্যাদায় আঘাত করেছে।
সাধারণ মানুষ আজ প্রশ্ন করে
এদেশ কি কারো বাপের সম্পত্তি?
এই রাষ্ট্র কি কারো ব্যক্তিগত দখলে চলে যাবে?
জন্মের পর থেকে এমন দম্ভ, এমন বেপরোয়া আচরণ আর এমন প্রকাশ্য সত্য-ভ্রষ্টতা আমরা কখনো দেখিনি।
এখন সময় এসেছে
সচেতন হওয়া, সত্যের পাশে দাঁড়ানো,
আর সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
এই দেশ আমাদের সবার।
এখানে প্রভাব-প্রতিপত্তির দাপট নয়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা হোক
সেই প্রত্যাশায় থাকলাম।

 
                         
         
         
        