 
                  —–জি. ইসলাম——–
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫
হেফাজতের কিছু নেতা ও পাকিস্তানের পেয়ারা কিছু মৌলবাদী চক্র আজ এমনভাবে কথা বলছে, যেন বাংলাদেশকে কোনো অযৌক্তিক যুদ্ধে জড়ানোই তাদের প্রধান উদ্দেশ্য। তারা একাত্তরের পরাজিত শক্তির দোসর, যারা এখনো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মন থেকে মেনে নিতে পারেনি।
যাদের যুদ্ধ করার এতই শখ, তারা চীন-ভারত বা ভারত- পাকিস্তানের সীমান্তে গিয়ে যুদ্ধ করুক। পাকিস্তানে গিয়ে কামলা দিক, মাদ্রাসা করুক, জিহাদ করুক বাংলাদেশের মাটিকে তারা রক্তাক্ত করতে পারবে না। এদেশ ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই দেশের ৯৯ ভাগ মানুষ মাদক উৎপাদক দেশের স্বার্থে, কিংবা কোনো উগ্রবাদী শক্তির ডাকে যুদ্ধে জড়াতে চায় না।
বাংলাদেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, নিজেদের ভবিষ্যৎ গড়তে চায়। এই দেশের তরুণরা বোমা নয়, বই চায় জঙ্গি নয়, প্রযুক্তি চায়। যারা দেশের তরুণ সমাজকে ভুল পথে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে জনগণ এখন সজাগ। আর বেশি বাড়াবাড়ি করলে, বাংলার মানুষ তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলবে।
এই দেশ কোনো মৌলবাদীর খেলাঘর নয় এই দেশ ৩০ লাখ শহীদের রক্তে কেনা স্বাধীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ।

 
                         
         
         
        