আজ ৩০ এপ্রিল ২০২৫, মঙ্গলবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের আড়ং শো-রুমের সামনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর শাখা। এই বিক্ষোভের মূল দাবি ছিল—অবৈধভাবে সুদখোর ও দখলদার নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসের পদত্যাগ, গঠনতন্ত্র বহির্ভূত ট্রাইব্যুনালের বিলুপ্তি, এবং মিয়ানমারকে করিডোর দেওয়ার দেশবিরোধী চুক্তির বাতিল।
ছাত্রলীগ নেতারা বলেন, “জাতির সাথে বেঈমানি করা চুক্তি আমরা মেনে নেব না। ইউনুস কেবল একজন সুদখোরই নন, বরং একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত। অবৈধ ট্রাইব্যুনাল ও দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া চুক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”
বিক্ষোভ মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন, যেমন— “ইউনুসের বিচার চাই”, “করিডোর নয়, সার্বভৌমত্ব চাই” এবং “অবৈধ ট্রাইব্যুনাল মানি না”।
মিছিলে বক্তারা আরও বলেন, “যে কোনো মূল্যে জাতীয় স্বার্থ রক্ষা করা হবে। ছাত্রলীগ অতীতে যেমন রাজপথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
এই বিক্ষোভের মাধ্যমে ছাত্রলীগ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না।
