মালদ্বীপে ২১ বছর বয়সী এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় বাংলাদেশি যুবক জাহাঙ্গীর মিয়া গ্রেপ্তার। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলার দৃশ্য, তদন্ত চলছে।
মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী শহর হুলহুমালে-তে এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকা থেকে জাহাঙ্গীর মিয়া (২৫) নামের ওই বাংলাদেশিকে আটক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম Sun.mv জানায়, দুপুর আনুমানিক ১টার দিকে হুলহুমালের প্রথম ফেজে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় নেপালি নারীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থা স্থিতিশীল কিনা, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলার দৃশ্য
পুলিশ জানায়, ঘটনার পরপরই আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় জাহাঙ্গীর মিয়াকে।
পরে সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে রাখা হয়েছে।
তদন্ত চলছে
মালদ্বীপ পুলিশ সার্ভিস জানিয়েছে, এই হামলার মোটিভ কী ছিল—তা নিশ্চিত করতে তদন্ত এখনও চলমান।
তবে প্রাথমিকভাবে ঘটনাটি ব্যক্তিগত বিরোধ বা সম্পর্কজনিত কারণ হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
তদন্তের স্বার্থে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি।
প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তিতে প্রভাব
এ ধরণের ঘটনা মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
উল্লেখ্য, মালদ্বীপে প্রায় এক লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যাদের মধ্যে অনেকেই নির্মাণ, হোটেল ও সেবা খাতে কর্মরত।
স্থানীয়রা এ ধরনের সহিংস ঘটনার দ্রুত বিচার এবং প্রবাসীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছে।
অপরদিকে, মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
