নিজস্ব প্রতিবেদকঃ
দলীয় ব্যানারে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় ক্যাম্পাসের বাইরে কর্মিসভার ঘোষণা দিয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন একটি জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মিসভায় নতুন সদস্য সংগ্রহের জন্য সংগঠনের ফরম বিতরণ করবেন দলটির নেতা-কর্মীরা। এ সময় ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ছাত্রদল সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি হয়েছিল। এরপর ওই কমিটির অনেকেই নিষ্ক্রিয় হয়ে যান। এ ছাড়া ১৫ বছর ধরে ছাত্রসংগঠনটি কোনো কর্মিসভা করতে পারেনি। বর্তমানে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা এ আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন বলেন, ক্যাম্পাসে যেহেতু দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, তাই বাইরে কর্মিসভার আয়োজন করা হয়েছে। গত ১৫ বছরের মধ্যে কোনো কর্মিসভা হয়নি।
এদিকে গত ৬ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ব্যানারে আপাতত রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোখলেসুর রহমান বলেন, ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলকেই দলীয় ব্যানারে কোনো কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না।
