 
                  দেশের ভৌগলিক সীমানা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে—এবার সেই ষড়যন্ত্রের হাতিয়ার হয়ে উঠেছে এনজিও-নির্ভর সেবাদাস সরকার। জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়ে, গণমাধ্যমের কণ্ঠ চেপে, তারা কেবল বিদেশি প্রভুদের মন রক্ষা করতে ব্যস্ত।
🤐 জনগণের মুখ বন্ধ, সাংবাদিকদের ভয়
এই সরকার সাংবাদিকদের ভয় দেখায়, তথ্য নিয়ন্ত্রণ করে। স্বাধীন মত প্রকাশ এখন যেন অপরাধ! প্রশ্ন করলেই হামলা, প্রতিবাদ করলেই গ্রেফতার—এটাই কি স্বাধীন দেশে স্বাভাবিক?
🌍 বিদেশি এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত সরকার
তাদের লক্ষ্য যেন জনগণের পাশে থাকা নয়, বরং এক নিঃশব্দ, নির্বোধ জাতি তৈরি করা—যাদের থাকবে না কোনো অধিকার, কেবল মাথা নিচু করে চলতে হবে।
🧱 ভূখণ্ড, ইতিহাস ও স্বাধীনতা আজ হুমকির মুখে
যে দেশ রক্ত দিয়ে কেনা, সেই দেশই এখন বিক্রি হয়ে যাচ্ছে কিছু নির্লজ্জ দালাল আর বিদেশি গোলামদের হাতে। আর এরা বসে নেই—তারা আগাচ্ছে, দিনের পর দিন আমাদের জমি, সম্পদ ও মর্যাদা হারিয়ে যাচ্ছে।
⚠️ এখনই সময় রুখে দাঁড়াবার!
এই হীনচেতা দালালচক্রকে রুখে না দিলে আমরা হারাবো সবকিছু—ভূখণ্ড, ইতিহাস, আত্মপরিচয়। তখন আর আফসোস করে কোনো লাভ হবে না।
🔥 আর নয় নীরবতা—জেগে উঠো বাংলাদেশ!
চিহ্নিত করো দালালদের, রক্ষা করো মাতৃভূমি। এখনই সময় প্রতিবাদের, প্রশ্ন তোলার, এবং দেশের স্বাধীনতা রক্ষার।

 
                         
         
         
        