বিএনপি -জামায়াতের স্বার্থনির্ভর মিত্রতা আজ বিএনপিকে পরিণত করেছে জামায়াতের রাজনৈতিক হাতিয়ারে। এ বিশ্লেষণে উঠে এসেছে আদর্শহীন এ সম্পর্কের ভয়াবহ পরিণতি।
প্রকাশিত: ২ মে ২০২৫;
রাজনীতির মঞ্চে যারা একসময় জামায়াতকে কোলে তুলে নিয়েছিল, তাদের আজ ঘুম ভেঙে দেখতে হচ্ছে—তারাই উল্টো জামায়াতের কোলে ঘুমিয়ে পড়েছে। শুরুতে মনে হয়েছিল, বিএনপি জামায়াতকে শুধু ভোটের ক্যালকুলেশনে ব্যবহার করবে। কিন্তু সময়ের নির্মম পরিহাস—আজ দেখা যাচ্ছে, জামায়াতই বিএনপিকে নিজের রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে।
রাজনৈতিক চক্রান্তে হারানো নিয়ন্ত্রণ
বিএনপি ভেবেছিল, জামায়াতের ভোটব্যাংক কাজে লাগিয়ে তারা ক্ষমতায় ফিরবে। বাস্তবে, এখন জামায়াতই বিএনপির কাঁধে চেপে বসে আছে। রাজনৈতিক ইশারা-ইঙ্গিতে আজ বিএনপি অনেক সময় নিজেদের পথই নির্ধারণ করছে না—তাদের নির্ধারণ করছে জামায়াত।
আদর্শহীন মিত্রতা, নীতিহীন পতন
এই মিত্রতা ছিল না কোনো আদর্শের, না নীতির—ছিল শুধুই স্বার্থের। তাই এর পরিণতি এমন হওয়াই ছিল সময়ের ব্যাপার। বিএনপি আজ একদিকে জামায়াতের সাম্প্রদায়িক এজেন্ডায় জড়িয়ে পড়েছে, অন্যদিকে নিজেদের অস্তিত্ব রক্ষায় হিমশিম খাচ্ছে। যারা এক সময় নিজেদের “ধার্মিক জাতীয়তাবাদী শক্তি” বলে দাবি করত, আজ তারা ঐতিহাসিক প্রতিপক্ষের হাতে কার্যত বন্দি।
জাতির জন্য সতর্কবার্তা
এই দৃশ্যপট আমাদের মনে করিয়ে দেয়—যদি মৌলবাদকে রাজনীতিতে জায়গা দেওয়া হয়, সে একসময় পৃষ্ঠপোষককেই গ্রাস করে। ঘুম ভেঙে বিএনপি এখন বুঝতে পারছে, যে অন্ধকার তারা লালন করেছিল, সেই অন্ধকারই এখন তাদের ভবিষ্যৎ গ্রাস করছে।
