 
                  গাজীপুরে শিশুদের ওপর সহিংসতার প্রতিবাদে এলাকাবাসী ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন। নিরাপদ পরিবেশের দাবিতে জনমনে ক্ষোভ প্রকাশ পেয়েছে। (Locals in Gazipur protested child abuse with broom processions, demanding safety and justice for children amid rising concerns.)
গাজীপুরে শিশুদের ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অবহেলার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে শহরের প্রধান সড়কে তারা হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন, যা পরিণত হয় এক অনন্য প্রতিবাদ কর্মসূচিতে।
বিক্ষোভকারীরা বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের ওপর কেউ হাত তুলবে—এটা আমরা মেনে নিতে পারি না।”
তাদের দাবি, স্কুল ও পাড়া-মহল্লায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যেকোনো নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া এক অভিভাবক বলেন, “আমরা আমাদের সন্তানদের নিরাপদ রাখতে পারছি না, এটা জাতি হিসেবে আমাদের ব্যর্থতা।”
সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীরাও এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন এবং শিশু সুরক্ষা আইন কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানান।
এটি ছিল শান্তিপূর্ণ বিক্ষোভ, তবে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

 
                         
         
         
        