 
                  বসুন্ধরা আবাসিক এলাকায় এক নারীর কাছ থেকে সাত লাখ টাকার আর্থিক লেনদেনের অভিযোগ এনসিপি নেতা ইমামুর রশিদ ইমনের বিরুদ্ধে।
_মুক্তিবার্তা৭১
বসুন্ধরা আবাসিক এলাকায় একটি আর্থিক লেনদেন ঘিরে এনসিপি কেন্দ্রীয় নেতা ইমামুর রশিদ ইমনকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকার একটি অস্বচ্ছ লেনদেনে যুক্ত ছিলেন।
জানা গেছে, কথিত এ লেনদেন একটি নির্দিষ্ট সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে হয়। অভিযোগকারী নারী জানিয়েছেন, মন্ত্রণালয়ের কিছু “গোপন প্রভাব” দেখিয়ে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ইমন তার কাছ থেকে বড় অঙ্কের টাকা গ্রহণ করেন।
যদিও এ অভিযোগের বিষয়ে ইমামুর রশিদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে এনসিপির একটি অংশ বিষয়টি ‘ব্যক্তিগত লেনদেন’ বলে উল্লেখ করেছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন অভিযোগ একটি উদীয়মান দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে যখন দলের কিছু নেতা বারবার “দেশ সংস্কারের” নামে দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলে আসছেন, তখন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে।
সরকারি কোনো তদন্ত সংস্থা এখনো পর্যন্ত বিষয়টি তদন্তে যায়নি, তবে নাগরিক সমাজ ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন।

 
                         
         
         
        