 
                  অভিনেত্রী মেহের আফরোজ শাওন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে উদ্দেশ করে ‘নাটক কম করো পিও’ মন্তব্য করেছেন। অতীত সম্পর্ক, কাজের অভিজ্ঞতা ও রাজনৈতিক ইঙ্গিতসহ ফেসবুক পোস্ট ঘিরে চলছে তুমুল আলোচনা।
জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তাঁর সমালোচনার তীর ছুটেছে নুসরাত ইমরোজ তিশার দিকে। রবিবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে শাওন লিখেছেন— ‘নাটক কম করো পিও’।
পোস্টে শাওন তিশার শৈশবের স্মৃতিচারণ করে জানান, তিনি ছোটবেলা থেকেই তিশাকে চিনতেন। “নতুন কুঁড়ি” অনুষ্ঠানে …
শাওনের ছোটবোনের সঙ্গে একই ব্যাচে গান শিখেছিলেন তিশা, এমনকি শাওন নিজেও তাকে বোনের মতো দেখতেন।
শাওন উল্লেখ করেন, ১৯৯৬ সালে তৎকালীন সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক (তিশার আত্মীয়) এর মাধ্যমে রাজনৈতিক প্ল্যাটফর্মেও তাঁদের সাক্ষাৎ হতো।
তাঁর পরিচালনায় “একলা পাখী” ধারাবাহিকে তিশার কাজের কথাও স্মরণ করান তিনি। ফেসবুক পোস্টে শাওন তিশার অতীত রাজনৈতিক সংযোগের প্রসঙ্গও তোলেন।
এফডিসির সভায় তিশাকে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে “ইনু মামা” ডেকে বিভিন্ন আবদার করতে দেখেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
‘মুজিব – একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে তিশার অভিনয় সম্পর্কে শাওন বলেন, সিনেমাটি দেখেননি, দেখার ইচ্ছেও নেই।
তবে বাস্তব জীবনে তিশার যে “অভিনয়” দেখেছেন, তাতেই তাঁর শখ মিটে গেছে বলে মন্তব্য করেন।
পোস্টটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কেউ শাওনের বক্তব্যকে সাহসী মন্তব্য বলে আখ্যা দিচ্ছেন,
আবার কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন। বেশিরভাগ নেটিজেন তিশাকে “পাকা অভিনেত্রী” বলে মন্তব্য করছেন।
রাজনৈতিক প্রেক্ষাপট, ব্যক্তিগত অভিজ্ঞতা ও শোবিজের সম্পর্কের মিশেলে এই পোস্টটি বর্তমানে বিনোদন ও রাজনীতি উভয় অঙ্গনের আলোচনার শীর্ষে রয়েছে।

 
                         
         
         
        