 
                  মিয়ানমারঘেঁষা সীমান্তে আরাকান আর্মির দৌরাত্ম্যে কক্সবাজারের টেকনাফে বারবার জেলে অপহরণের ঘটনা ঘটলেও ইউনূস প্রশাসনের নীরবতা আতঙ্ক বাড়াচ্ছে। নির্বিকার ইউনূস প্রশাসন
অবৈধ দখলদার ইউনূস প্রশাসনের আদেশে করিডর প্লান বাস্তবায়ন করার উদ্দেশ্যে মিয়ানমার ঘেষা সীমান্ত সুরক্ষায় অনীহা দেখা যাচ্ছে। এতে বেড়েছে বাংলাদেশের সীমানায় ঢুকে অন্যদেশের সশস্ত্র বিদ্রোহী বাহিনীদের তৎপরতা।
পাশাপাশি বিভিন্ন দেশি-বিদেশি সশস্ত্র জঙ্গীগোষ্টি দ্বারা অপহরণ, আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি সহ বেড়েছে আরও নানা সন্ত্রাসী কার্যক্রম। এতে করে গত কয়েকমাস ধরে জেলেরা রয়েছেন বেশি আতঙ্কে। আরাকান আর্মির মাধ্যমে জেলেদের অপহরণ যেন থামানোর কেউ নেই।
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফনদে এ ঘটনা ঘটে। (নাফ নদ থেকে চার জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি, সমকাল, ০১ মে ২০২৫)
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকার করে ফেরার পথে আবারও চারটি মাছ ধরার নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলে অপহৃত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিক সমিতির অভিযোগ, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত। তাঁরা অস্ত্রের মুখে জেলেদের নিয়ে গেছেন। (নাফ নদী থেকে আবারও ১৯ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি, ২০ ফেব্রুয়ারী ২০২৫)
এর আগে ১১ ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে একটি নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করেন আরাকান আর্মির সদস্যরা।
উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলারচর মোহনার কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাঁদের জিম্মি করা হয়। তাঁদের এখনো ফেরত আনা যায়নি।(নাফ নদী থেকে আবারও ১৯ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি, ২০ ফেব্রুয়ারী ২০২৫)
এদিকে বিশ্লেষকরা বলছেন, ইউনূস প্রশাসনের করিডর বাস্তবায়নের আগ্রহ এবং সীমান্ত সুরক্ষায় চরম অনীহাই এই সংকটকে উস্কে দিচ্ছে। বাংলাদেশি ভূখণ্ডে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর এমন বেপরোয়া আগ্রাসন জাতীয় নিরাপত্তার জন্য এক অশনিসঙ্কেত।
এখন প্রশ্ন হলো, কতজন জেলে অপহৃত হলে রাষ্ট্র জেগে উঠবে? কবে সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে?
রেফারেন্স —
★নাফ নদ থেকে চার জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মিhttps://samakal.com/whole-country/article/293294
★নাফ নদী থেকে আবারও ১৯ জেলেকে অপহরণ করল আরাকান আর্মিhttps://www.prothomalo.com/bangladesh/district/zwvtav2uno

 
                         
         
         
        