সরকার ও মৌলবাদবিরোধী ইউটিউবার শেখ ফরিদের অভিযোগ, ইউনুস সরকার ভাড়াটে হ্যাকার দিয়ে তার চ্যানেলসহ সমালোচনামূলক কণ্ঠগুলো ইউটিউব থেকে মুছে ফেলছে।
Exiled political commentator Sheikh Farid accuses the Yunus-backed regime of using hackers to suppress dissent on YouTube. His criticism of religious extremism and authoritarianism has allegedly made him a target of digital censorship.
ঢাকা, ৩০ মে ২০২৫:
বাংলাদেশ থেকে রাজনৈতিক আশ্রয় নিয়ে প্রবাসে অবস্থানরত ইউটিউব ভিত্তিক রাজনৈতিক ভাষ্যকার ও বিশ্লেষক শেখ ফরিদ অভিযোগ করেছেন, তাকে চুপ করিয়ে দিতে ইউনুস সরকার হ্যাকার ব্যবহার করছে। তার মতে, এই হ্যাকাররা ইউটিউবের অ্যালগরিদমকে ফাঁকি দিয়ে একাধিক ভুয়া কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে তার নিজস্ব ও অতিথি হিসেবে যুক্ত হওয়া অন্যান্য চ্যানেলগুলো ধ্বংস করে দিচ্ছে।
Sheikh Farid, a politically exiled Bangladeshi YouTuber and outspoken commentator on extremism and authoritarianism, has alleged that the Yunus-led government is deploying hired hackers to silence him and other dissenting voices on YouTube. According to Farid, these hackers are exploiting YouTube’s copyright algorithm to issue false copyright strikes, resulting in the takedown of his personal channels as well as those where he appears as a guest.

“সমালোচনা করলেই কপিরাইট স্ট্রাইক”: ফরিদের অভিযোগ
“Criticism Brings Copyright Strikes”: Farid Speaks Out
শেখ ফরিদের বক্তব্য, তিনি নিয়মিতভাবে সরকারের সমালোচনা, মৌলবাদ, জঙ্গিবাদ এবং তথাকথিত ইন্টেরিয়র গভর্নমেন্টের গোপন ভূমিকার বিরুদ্ধে স্পষ্ট ও কঠিন বক্তব্য দিচ্ছেন। সেই কারণেই ইউনুস সরকারের ঘুম হারাম হয়ে গেছে।
তিনি বলেন:
“আমার প্রথম চ্যানেল কপিরাইট দিয়ে শেষ করে দিয়েছে, দ্বিতীয় চ্যানেল খুলতেই আবার একই পদ্ধতিতে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিলো। যেসব চ্যানেলে আমি অতিথি হিসেবে অংশ নেই, সেগুলোতেও একই ব্যক্তি কপিরাইট দিয়ে দিচ্ছে।”
Farid claims he has been consistently vocal in his criticism of the government, religious extremism, militancy, and what he calls the hidden hand of the “interior government.” As a result, he says, the Yunus regime has become deeply unsettled.
“They took down my first channel with false copyright claims. I opened a second channel—same outcome. Even the channels where I appeared as a guest are being hit with copyright strikes from the same individual,” Farid alleged.


🔍 একক হ্যাকার আইডির পেছনে সরকার?
One Hacker, Government Behind the Curtain?
ফরিদের অভিযোগ অনুযায়ী, একক একজন হ্যাকার, যার পরিচয় ‘hackerteamnahid@gmail.com’ নামে পাওয়া গেছে, ধারাবাহিকভাবে তার ও তার সঙ্গে সংশ্লিষ্ট সকল চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। ফরিদ দাবি করেন, এই হ্যাকার ইউনুস সরকারের ভাড়াটে, যার একমাত্র কাজ সরকারবিরোধী ইউটিউব কণ্ঠগুলো দমন করা।
According to Farid, a single Gmail address—hackerteamnahid@gmail.com —is responsible for launching a coordinated wave of copyright strikes against him and other critics. He alleges that the hacker, identified by the name Nahid Mia, is working on behalf of the Yunus government, with the aim of neutralizing anti-government voices on YouTube.
অ্যালগরিদম অপব্যবহার ও দমননীতি
Algorithm Abuse and Systematic Suppression
বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যেখানে প্রথাগত গণমাধ্যম নিয়ন্ত্রিত ও ভীত, সেখানে ইউটিউবই ছিল শেষ আশ্রয়স্থল। এখন এই ডিজিটাল প্ল্যাটফর্মটিও হ্যাকার ও প্রযুক্তি-দখলের মাধ্যমে নিয়ন্ত্রণে আনার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ফরিদ বলেন:
With traditional media outlets in Bangladesh either state-controlled or silenced by fear, YouTube has long been seen as the last remaining platform for free speech. However, Sheikh Farid warns that even this space is now under attack through technical manipulation and digital censorship.
“এরা বুঝতে পারছে, যুক্তি দিয়ে পারবে না, তাই প্রযুক্তির অপব্যবহার করছে। আমি চুপ থাকলে হবে না, আরও শত শত শেখ ফরিদ আজও দেশের ভেতরে-বাইরে কথা বলে যাচ্ছেন।”
“They know they can’t beat us with arguments, so they’re abusing technology. Silencing me won’t work—there are still hundreds of Sheikh Farids speaking out from within and outside the country.”
তিনি মনে করেন, এই হামলা শুধু তার বিরুদ্ধে নয়, বরং ভিন্নমতের সমস্ত কণ্ঠের বিরুদ্ধে চরম দমননীতির প্রকাশ। ফরিদ আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব হ্যাকার হয়তো তার ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করছে যা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে।
He believes these actions are part of a broader repressive campaign aimed not just at him, but at all independent and dissenting voices. Farid also expressed concern that the hackers may have access to his personal information, which could pose future threats.
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ
Appeal to International Human Rights Groups
এই অবস্থায় শেখ ফরিদ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত হ্যাকিং সন্ত্রাস বন্ধ হয় এবং ইউটিউব যেন এই অনৈতিক কপিরাইট স্ট্রাইকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।
তিনি বলেন:
“আমার কণ্ঠ রোধ করতে এরা হ্যাকার লেলিয়ে দিয়েছে, কিন্তু আমাকে থামানো যাবে না। এই ভণ্ড, দুর্নীতিগ্রস্ত সরকার বুঝে গেছে, যুক্তিতে হারছে, তাই প্রযুক্তির পেছনে লুকাচ্ছে।”
In response to these alarming developments, Sheikh Farid is calling on international human rights and digital freedom organizations to intervene. He demands that YouTube investigate these malicious copyright strikes and take action against the misuse of its platform.
“They’ve unleashed hackers to silence me. But they won’t succeed. This fraudulent, corrupt regime knows it is losing the battle of ideas—so now it hides behind the machinery of digital oppression.”
কমরেড শেখ ফরিদের পরিচিতি :
Profile of Comrade Sheikh Farid
কমরেড শেখ ফরিদ একজন স্বনামধন্য বাংলাদেশী রাজনীতিবিধ, রাজনৈতিক ও সমাজ বিশ্লেষক, লেখক, ইউটিউবার ও ব্লগার।
Comrade Sheikh Farid is a renowned Bangladeshi politician, political and social analyst, writer, YouTuber, and blogger.
অবস্থান: Key Focus Areas:
- বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের সমালোচনা
- মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য
- ইউটিউব এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা
- তথাকথিত “ইন্টেরিয়র গভর্নমেন্ট” ও ছায়া সরকারের গোপন কার্যক্রম নিয়ে ধারাবাহিক আলোচনা
- Criticism of the ruling government in Bangladesh
- Outspoken opposition to religious fundamentalism and militancy
- Defender of freedom of expression on YouTube and other digital platforms
- Consistent exposés on the covert operations of the so-called “interior government” or shadow state
রাজনৈতিক অবস্থান: Political Positioning:
শেখ ফরিদ যিনি ধর্মীয় মৌলবাদ, একদলীয় শাসন ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র অবস্থান নেন। তার কণ্ঠে স্পষ্ট প্রতিবাদ রয়েছে ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতা, মানবাধিকার লঙ্ঘন এবং মতপ্রকাশে বাধার বিরুদ্ধে।
Sheikh Farid takes a firm stance against religious extremism, one-party authoritarianism, and systemic corruption. His voice stands out for its bold protest against government repression, human rights violations, and suppression of free speech.
বাসস্থান ও নির্বাসন: Exile and Current Residence:
বাংলাদেশে দীর্ঘদিন সক্রিয়ভাবে কাজ করার পর রাষ্ট্রীয় হুমকি, নজরদারি এবং হয়রানির শিকার হয়ে শেখ ফরিদ রাজনৈতিক আশ্রয়ে বিদেশে চলে যান। প্রবাস থেকেই তিনি ইউটিউব, ফেসবুক লাইভ এবং বিভিন্ন অনলাইন চ্যানেলের মাধ্যমে সরকার ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন।
After years of activism within Bangladesh, Sheikh Farid was forced into political exile due to state threats, surveillance, and harassment. From abroad, he continues to speak out through YouTube, Facebook Live, and various online platforms, challenging state repression and authoritarian control.
বিশেষ বৈশিষ্ট্য: Distinctive Features:
নিজের বক্তব্যে যুক্তি, তথ্য ও পরিসংখ্যান ব্যবহার
কঠোর ও নির্ভীক সমালোচনা
সরাসরি নাম উল্লেখ করে ভণ্ডামি ও কৌশল ফাঁস করা
সাধারণ মানুষের ভাষায় সত্য তুলে ধরা
জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান
Uses logic, data, and statistics to support his arguments
Known for fearless and sharp criticismNames names and directly exposes hypocrisy and manipulative tactics
Communicates truths in a language accessible to the common people
Holds a clear and firm position against militancy and religious extremism
