 
                  সিরাজগঞ্জ জেলার কাজীপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২০ এপ্রিল সন্ধ্যায় মশাল মিছিল করে অবৈধ সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
কাজীপুর, সিরাজগঞ্জ | ২০ এপ্রিল ২০২৫:
অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের বিরুদ্ধে সারাদেশে প্রতিবাদের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আজ সন্ধ্যায় এক প্রতিবাদ সভা ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
🔥 প্রতিবাদের উদ্দেশ্য:
নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ১৯৭১-এর চেতনার বিরুদ্ধে চলছে সুপরিকল্পিত ষড়যন্ত্র।
“এই অবৈধ সরকার জনগণের রায়হীন, তাদের প্রতিটি পদক্ষেপ গণবিচ্ছিন্ন ও আত্মঘাতী,”—বক্তব্যে বলেন কাজীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি।
🔥 মশাল মিছিলের বর্ণনা:
সন্ধ্যা ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শতাধিক মশাল হাতে নিয়ে নেতাকর্মীরা সরব প্রতিবাদ জানান।
স্লোগান ছিল—
“গণতন্ত্র হত্যা বন্ধ করো”, “ইউনুস সরকার নিপাত যাক”, “শেখ হাসিনাকে ফিরিয়ে আনো”।
🚩 রাজনৈতিক বার্তা:
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলেন,
“মশালের আগুন কেবল অন্ধকার সরানোর প্রতীক নয়, এটা অপশাসনের অবসান চাওয়ার জ্বলন্ত বার্তা।”

 
                         
         
         
        