ইউনুস-খলিলের অবৈধ শাসনে বাংলাদেশের মানুষ আজ টিসিবির ট্রাকের লাইনে দাঁড়িয়ে মৌলিক মর্যাদা হারাচ্ছে। বাজারের আগুনে পুড়ছে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জীবন, অথচ শাসকগোষ্ঠী ডুবে আছে বিদেশি প্রভুদের তুষ্ট করার খেলায়।
বাংলাদেশ আজ এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি। রাজধানীর মোহাম্মদপুর, লালমাটিয়া কিংবা মিরপুরে যখন দেখা যায় শিক্ষিত মধ্যবিত্ত অফিসকর্মী, শিক্ষক বা ছোট ব্যবসায়ীরা টিসিবির ট্রাকের পেছনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন—তখন বোঝা যায়, এ দেশ তার নাগরিকদের প্রতি কতটা নির্মম হয়ে উঠেছে।
সরকারি রিপোর্টই বলছে, গত কয়েক মাসে সবজির দাম বেড়েছে ৭৫ শতাংশ পর্যন্ত।
এক ডজন ডিমের দাম ১৪০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি ৩২০ টাকা, মাছ ৩০০ টাকার নিচে নামছে না।
যে আটা, ময়দা ও ডাল একসময় গরিব মানুষের শেষ ভরসা ছিল, আজ সেগুলোও নাগালের বাইরে।
বাজারে গেলে মানুষের চোখেমুখে একটাই প্রশ্ন: “আর কতদিন এভাবে চলবে?”
কারণ ইউনুস-খলিলদের কাছে মানুষের বাস্তবতা কোনো গুরুত্ব বহন করে না।
বিদেশি টাকা, জঙ্গি নেটওয়ার্কের সহায়তা আর সেনাবাহিনীর একাংশের ছায়ায় ক্ষমতা দখলই তাদের একমাত্র লক্ষ্য।
নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে, তাদের কাছে কৃষক, শ্রমিক কিংবা মধ্যবিত্তের কষ্ট কোনো মূল্যই রাখে না।
আজ টিসিবির ট্রাকের পেছনে দাঁড়ানো মানে কেবল সস্তায় চাল-ডাল কেনা নয়, বরং রাষ্ট্রের দেয়া অপমান মেনে নেয়া।
অফিস থেকে ছুটে আসা কর্মচারী, লজ্জায় মাথা নিচু করা শিক্ষক, কিংবা ভাড়াটে বাড়ির গৃহিণীর চোখে ভাসে অসহায়তা।
তারা জানে, তাদের কষ্ট ও লজ্জাকে পাত্তা দেয় না কেউ।
ইউনুস ও তার সহযোগীরা যেন এক ভিন্ন দুনিয়ায় বাস করেন।
যেখানে দেশি মানুষের ক্ষুধা-লজ্জা নয়, বরং বিদেশি প্রভুদের খুশি করাটাই মুখ্য।
অর্থনীতি তাই ধীরে ধীরে অন্ধকার গহ্বরে ধাক্কা খাচ্ছে।
বাজার পুড়ছে, মানুষের সঞ্চয় ও আশা পুড়ছে—কিন্তু তারা নির্বিকার।
আজকের এই অপমান, ক্ষুধা ও অবমাননার দায় ইউনুস-খলিল গোষ্ঠীর না হলে আর কার?
এ শাসনব্যবস্থা প্রমাণ করছে—তারা কোনোদিনই এই দেশের ছিলেন না, নেই, থাকবেনও না।
তারা কেবল ক্ষমতার নেশায় মাতোয়ারা একদল ভোগবিলাসী শাসক, যারা মানুষের মর্যাদাকে পদদলিত করেই টিকে থাকতে চায়।
বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জায়গায় দাঁড়িয়ে।
মধ্যবিত্তের আশা-আকাঙ্ক্ষা ভেঙে পড়ছে, সীমিত আয়ের মানুষ লজ্জা গিলে খাচ্ছে, অথচ রাষ্ট্র তাদের পাশে দাঁড়াচ্ছে না।
ইউনুস-খলিলের অবৈধ শাসন কেবল অর্থনীতি ধ্বংস করছে না, বরং জাতির আত্মমর্যাদাকেও পুড়িয়ে দিচ্ছে।
