 
                  গোপালগঞ্জে সামরিক মব ‘হালাল’ আর বিজয়নগরে ‘হারাম’— এমন অভিযোগ তুলেছে জুলাই ঐক্যের ১০১ সংগঠন। নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে তারা বলেছে, এই হামলা জুলাই স্পিরিটের সঙ্গে বেঈমানি।
গোপালগঞ্জে সামরিক মব হালাল, বিজয়নগরে হারাম: জুলাই ঐক্যের প্রতিবাদ
বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে “সামরিক মব” ইস্যু। গোপালগঞ্জে যখন এই ধরনের কর্মকাণ্ড নীরবে উপেক্ষা করা হয়, তখন রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরসহ অর্ধশতাধিক নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে পরিস্থিতিকে রক্তাক্ত করা হয়েছে।
নূরের ওপর হামলা ও ক্ষোভ
জুলাই যোদ্ধাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানোর ঘটনায় নূরসহ অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এই প্রেক্ষাপটে জুলাই ঐক্যের সহযোগী ১০১ সংগঠন গভীর ক্ষোভ প্রকাশ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী,
“চব্বিশের গণ-অভ্যুত্থানের এক বছর পরেও জুলাইয়ের ছাত্রজনতাকে এভাবে দমন করা হচ্ছে, যা জুলাই স্পিরিটের সঙ্গে বেঈমানি।”
তারা সতর্ক করে বলেছে— যারা এই স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তাদের পরিণতি হবে ‘খুনি হাসিনার মতোই’।
সামরিক মবের বৈষম্যমূলক চরিত্র
জুলাই ঐক্যের বিবৃতিতে অভিযোগ আনা হয়েছে যে,
গোপালগঞ্জে সামরিক মব হলে তা ‘হালাল’ ধরা হয়, অথচ ঢাকায় বিজয়নগরে একই পরিস্থিতি ঘটলেই তাকে ‘হারাম’ ঘোষণা দিয়ে রক্তাক্ত দমন অভিযান চালানো হয়।
এ ধরনের দ্বৈত আচরণকে তারা চরম অন্যায়, বৈষম্যমূলক এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের দাবি
সংগঠনগুলো অভিযোগ করেছে যে, ফ্যাসিবাদের পতনের পর বহুবার আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। এরই ধারাবাহিকতায় জুলাই যোদ্ধাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটছে।
জাতির প্রত্যাশা
বিবৃতিতে বলা হয়েছে, জাতি যখন “নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে”, তখন এমন সামরিক মবের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।
জুলাই ঐক্য দাবি করেছে— হামলার সঙ্গে জড়িত সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এখন প্রশ্ন উঠছে— এক জায়গায় সামরিক মবকে প্রশ্রয় আর অন্য জায়গায় দমননীতির প্রয়োগ—
এমন দ্বৈত মানসিকতা চলতে থাকলে কি আদৌ গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব?

 
                         
         
         
        