 
                  এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আমরা হাতে ধরে গণ-অভ্যুত্থানকে মেরে ফেলছি। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ব্যর্থতা, পুলিশ সংস্কার না থাকা এবং বিচারহীনতার।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, “আমরা হাতে ধরে গণ-অভ্যুত্থানকে টিপে মেরে ফেলছি। আমরা হত্যা করছি গণ-অভ্যুত্থানকে।” সম্প্রতি এক আলোচনায় অংশ নিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও রাজনৈতিক ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। সামান্তা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে প্রশংসনীয় কিছু কাজ করেছে, তবে রাজনৈতিক ক্ষেত্রে তারা সম্পূর্ণ ব্যর্থ।
“মানুষকে আশা-আকাঙ্ক্ষা দেখানোর জায়গায় এ সরকার ব্যর্থ হয়েছে। তাদের আচরণ দেখে মনে হয়,
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কোনোভাবে নির্বাচন দিয়ে পার পাওয়াই মূল লক্ষ্য,” বলেন তিনি।
পুলিশ সংস্কার না থাকায় সমালোচনা
তিনি অভিযোগ করে বলেন, পুলিশ সংস্কার বাংলাদেশের মৌলিক সংস্কারগুলোর একটি হলেও,
ঐকমত্য কমিশনের এজেন্ডায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি এখন প্রশ্ন, পুলিশ বাহিনী কার?”
বিচার ছাড়া মুক্তি নেই
সামান্তা শারমিন আরও বলেন, গত ১ বছরে বাংলাদেশে জুলুম, খুন, গুম ও গণহত্যার ঘটনা ঘটেছে, যেগুলোর বিচার না হলে একই চক্র বারবার চলতে থাকবে।
“বিচার হলে দায়ীদের চিহ্নিত করা যাবে। মৌলিক সংস্কার ও বিচার—এতে কোনো আপস নাই।
আপস করলে আরেকটি গণ-অভ্যুত্থানের পর আমরা একই পরিস্থিতিতে পড়ব,” সতর্ক করেন তিনি।
- অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ।
- পুলিশ সংস্কার এজেন্ডায় না থাকায় অসন্তোষ।
- গণ-অভ্যুত্থানের ভবিষ্যৎ বিপদের আশঙ্কা।
- জুলুম, খুন, গুম ও গণহত্যার বিচার দাবি।

 
                         
         
         
        